কাঠগোলাপ; এ নাম ছাড়াও গুলাচ, কাঠচাঁপা, গোলকচাঁপা, গৌরচাঁপা, চালতা গোলাপ ইত্যাদি নামে একে ডাকা হয়। কাঠগোলাপের প্রজাতি বহু ও বিচিত্র। গুয়াতেমালা, মেক্সিকো থেকে এসে এটি ছড়িয়ে পড়েছে আমাদের উদ্যানে। দেশের নানা প্রান্তেও এর দেখা মেলে। ঢাকায় সুপরিকল্পিত বীথি না থাকলেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে চোখে পড়ে এর বর্ণিল প্রস্ফুটন। জাতীয় জাদুঘর, বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ব্রিটিশ কাউন্সিল, শিশু একাডেমীর বাগান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাঠগোলাপ গাছ দেখা যায়। কাঠগোলাপ গাছের দেহ নরম, কোমল, ভঙ্গুর। শাখা প্রশাখার অগ্রভাগে থোকা থোকা ফুল ফোটে। শীতের শেষে পাতা ঝরতে শুরু করে, গ্রীষ্মে নতুন প্রাণ পায়। বেশ লম্বা আর বড় বড় পাতা হয়। রাজধানীর রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, জাতীয় জাদুঘর গেট, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাস, মিন্টু রোডসহ অনেক জায়গায় এখন ফুলটি দেখতে পাওয়া যায়। রমনা পার্কে বেশ বড় কাঠগোলাপ গাছ দেখা যায়। অনেকে এই গাছটি বাড়ির ছাদের টবেও লাগিয়ে থাকেন। শীতে পাতাহীন বৃক্ষ যেন কোনো কুশলী শিল্পীর হাতে গড়া সুনিপুণ ভাস্কর্য। শীতের পর বসন্তেও পত্র এবং পুষ্পশূন্য কায়ায় ...
Comments
Post a Comment